Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এলজিইডি সম্পর্কিত

ঠাকুরগাঁও জেলা শহর টাঙ্গন নদীর তীরে দাঁড়িয়ে আছে এবং ২5º40 '- 26º10' উত্তর এবং 88º36 'পূর্ব দিকে অবস্থিত। সমুদ্র পৃষ্ট হতে ৫২মি. উচ্চতায় অবস্থিত। ভারতের সাথে জেলার সীমান্ত ৮৫ কি.মি.। জলবায়ু নাতিশীতোষ্ণ। বার্ষিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ৩৩.৫o সে., সর্বনিম্ন ১০.৫o সে.। গড় বৃষ্টিপাত ২৫৩৬ মি.মি.। এটি 1860 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই জেলার আয়তন ১৮০৯.৫২ বর্গ কি.মি., জনসংখ্যা- ১৪,৬৬,৮৭৭ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. ৭৫১ জন, জনসংখ্যার বৃদ্ধির হার- ১.৪৮% জনগোষ্ঠি: মুসলমান, হিন্দু, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠি: মুন্ডা, বোডো, সাঁওতাল, ওড়াও, কোচ, পলিয়া, রাজবংশী, হো, মাহাতো, মালো, কুমার, হাড়ি, ভুঁইয়া, গাংঘু। গ্রামের সংখ্যা- ১১০৬, মৌজার সংখ্যা- ৬৪৭, ইউনিয়ন -৫৩টি, পৌরসভা- ৩টি, উপজেলা- ৫টি, উপজেলা: ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর। পৌরসভা: ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল।

এখানে দর্শনীয় স্থান গুলোর মধ্যে রাণীশংকৈল জমিদারবাড়ী, গোরক্ষণাথ মন্দির ও তৎসংলগ্ন কুপ ও শিলালিপি, হরিণমারী শিব মন্দির, গোবিন্দনগর মন্দির, বলাকা উদ্যান, টাঙ্গন ব্যারেজ,  বালিয়াডাঙ্গীর সূর্যপুরী আমগাছ অন্যতম।